হামার দেবীগঞ্জ
দেবীগঞ্জে মডেল মসজিদের উদ্বোধন সম্পন্ন
পঞ্চগড় থেকে সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গভবন থেকে…
সমৃদ্ধ স্মৃতির নিরন্তর আবর্তন
হামার দেবীগঞ্জ
পঞ্চগড় থেকে সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গভবন থেকে…
স্পোর্টস রিপোর্টার : প্রিমিয়ার ক্রিকেটে সুপার লিগে জয় পেয়েছে চ্যাম্পিয়ন আবাহনী ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। গতকাল আবাহনী ১ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে হারিয়েছে শেখ জামালকে। সুপার লিগে আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়েছে।
৬ বলে ৯ রান প্রয়োজন ছিল আবাহনীর। তানজিম হাসান সাকিবের ব্যাটে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ১ উইকেটের জয় নিশ্চিত করে আবাহনী। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২০। ১ ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে গাজী গ্রুপ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৯.১ ওভারে ১৩০ রানে অলআউট হয় মাহমুদউল্লাহর দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আবাহনী।
তবে দারুণ ফিল্ডিং করা গাজী গ্রুপের মাহেদি বাউন্ডারিতে ফিল্ডিং মিস করে আবাহনীর জন্য সহজ করে দিলো। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার এই ম্যাচে জয় ১ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। দলের ব্যাটিং বিপর্যয়ে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন নাজমুল হোসেন শান্ত।
৪৯ বলে ৫৮ রানের ইনিংস খেলা শান্তই ম্যাচসেরা হয়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মুশফিক রহিম, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখ, আফিফ হোসেন কেউই দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি। ইনজুরি থেকে ফেরা লিটন দাসের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে। তিনবার জীবন পেয়ে এই ব্যাটসম্যান ২২ রান করেছেন। ১৭তম ওভারে মূলত ম্যাচে ফেরে আবাহনী। মুকিদুল ইসলামের ওই ওভারে ২১ রান তুলে নেন আফিফ ও শান্ত জুটি। আবাহনীর ভাগ্য সুপ্রসন্ন ছিল, ১৯তম ওভারের শেষ বলে মেহেদী হাসানের বাজে ফিল্ডিংয়ে বাউন্ডারি পায় আবাহনী।
তাতেই শেষ ওভারে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৯ রানের। প্রথম দুই বলে ৫ রান নিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল আবাহনী। কিন্তু তৃতীয় বলে জাকির হাসানের দুর্দান্ত থ্রোতে মেহেদী হাসান রানা (৯) রান আউট হলেও ম্যাচ জমে ওঠে। শেষ পর্যন্ত পঞ্চম বলে ‘জুনিয়র’ সাকিবের ডাবলসে জয়ের বন্দরে নোঙর ফেলে আবাহনী। সাকিব ৪ ও আরাফাত সানি ১ রানে অপরাজিত ছিলেন। গাজী গ্রুপের বোলারদের মধ্যে মুকিদুল ৩৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।
এছাড়া মেহেদী হাসান ও মাহমুদউল্লাহ নিয়েছেন ২টি করে উইকেট। এর আগে সাইফউদ্দিনের বোলিং তোপে গাজী গ্রুপ ৫ বল আগেই ১৩০ রানে অলআউট হয়। দলের হয়ে সৌম্য সরকার সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন। এছাড়া জাকির হাসান ২৭ ও মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। আবাহনীর হয়ে সাইফউদ্দিন ১৮ রানে নেন ৪ উইকেট। মেহেদী হাসান রানা ৩২ রানে নেন ৩ উইকেট। এছাড়া তানজিম হাসান সাকিব নেন ২ উইকেট।
দিনের অপর ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রাইম দোলেশ্বরকে ১২৪ রানের লক্ষ্য দেয় নুরুল হাসান সোহানের শেখ জামাল। সেই লক্ষ্যে খেলতে নেমে ইমরানউজ্জামান ও সাইফ হাসান মিলে ৬৫ রানের জুটি গড়েন। ইমরান ২৪ বলে ২০ রান করে আউট হলেও সাইফ হাসান ম্যাচজয়ী ইনিংস খেলেন। ৩৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের ইনিংস উপহার দেন সাইফ। এই ইনিংসই মূলত জয়ের মঞ্চ গড়ে দেয় প্রাইম দোলেশ্বরের।
শেষ পর্যন্ত ফজলে মাহমুদ (২১), মার্শাল আইয়ুব (১২), শামিম হোসেন (৫*) ও শরিফউল্লাহর (৫*) অবদানে ১৪ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর।
সোহরাওয়ার্দী শুভ ও মোহাম্মদ আশরাফুল দুটি করে উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে রেজাউর রহমান ও শফিকুল ইসলামের বোলিং নৈপুণ্যেই ১২৩ রানে অলআউট হয় শেখ জামাল। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন অধিনায়ক নুরুল হাসান।
২৪ বলে ৪ চার ও ২ ছয়ে তিনি নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ইমরুলের ব্যাট থেকে আসে ২৪ রানের ইনিংস। বল হাতে দুই উইকেট নিলেও ব্যাটিংয়ে চার রানের বেশি করতে পারেননি সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল। রেজাউর রহমান ২৩ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া শফিকুল ইসলাম ১১ রানে নিয়েছেন দুটি উইকেট।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন